Abruan Foundation | আব্রুয়ান ফাউন্ডেশন

- রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে -

Our Story

WE ARE CERTIFIED

আব্রুয়ান ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত, মানবসেবায় নিয়োজিত একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠাণ।

নিবন্ধন নং- এস-১৩১৭১/২০১৯ ।

Abruan Foundation is a non-profit and non-political organization engaged in human service, registered by the Government of Bangladesh.

Registration No- S-13171/2019.

মহান আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে সমাজকল্যাণমূলক কাজকে ইবাদত ও সওয়াবের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

In numerous verses of the Holy Qur’an, the Almighty Allah has called social welfare work as an act of worship and reward.

আল্লাহ তায়ালা বলেন–“তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে কর কিংবা পশ্চিম দিকে এতে কোন কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে, কোন ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নাবীগণের প্রতি এবং আল্লাহর ভালবাসার্থে ধন-সম্পদ আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন, মুসাফির ও যাচ্ঞাকারীদের এবং দাসত্বজীবন হতে নিস্কৃতি দিতে দান করবে এবং নামায কায়িম করবে ও যাকাত দিতে থাকবে, ওয়া‘দা করার পর স্বীয় ওয়া‘দা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ-ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে, এ লোকেরাই সত্যপরায়ণ আর এ লোকেরাই মুত্তাকী।”  সুরা- বাকারা, আয়াত-১৭৭

Allah Ta’ala says–Righteousness is not in turning your faces towards the east or the west. Rather, the righteous are those who believe in Allah, the Last Day, the angels, the Books, and the prophets; who give charity out of their cherished wealth to relatives, orphans, the poor, ˹needy˺ travellers, beggars, and for freeing captives; who establish prayer, pay alms-tax, and keep the pledges they make; and who are patient in times of suffering, adversity, and in ˹the heat of˺ battle. It is they who are true ˹in faith˺, and it is they who are mindful ˹of Allah˺.  Surah-Baqarah, verse-177

01.

— Our Mission

আবরুয়ান ফাউন্ডেশনে আমাদের লক্ষ্য, লক্ষ্যবস্তু অনুদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ সহায়তা এবং সংস্থান প্রদানের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করা।

Our mission at the Abruan Foundation is to eradicate social discrimination by providing vital support and resources to marginalized communities through targeted donations.

02.

— Our Vision

আব্রুয়ান ফাউন্ডেশনে আমাদের দৃষ্টিভঙ্গি হল সামাজিক বৈষম্য থেকে মুক্ত একটি সমাজ গঠন করা, যেখানে প্রতিটি ব্যক্তি, পটভূমি নির্বিশেষে, একটি উন্নতমানের জীবনের জন্য সম্পদের সমান সুযোগ এবং অ্যাক্সেস থাকবে।

Our vision at the Abruan Foundation is to create a society free from social discrimination, where every individual, regardless of background, has equal opportunities and access to resources for a better quality of life.

03.

— Our Story

আব্রুয়ান ফাউন্ডেশনে আমাদের যাত্রা শুরু হয়েছিল সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে, অর্থপূর্ণ সমর্থন এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ব্যক্তি এবং সম্প্রদায়কে ক্ষমতায়ন করার জন্য প্রয়াস।

Our journey at the Abruan Foundation began with a commitment to combat social discrimination, striving to empower disadvantaged individuals and communities through meaningful support and inclusive initiatives.